রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দক্ষিণ দিকে ইউক্রেনের সেনারা যে পাল্টা আক্রমণ চালাচ্ছে সেটি প্রচণ্ডরকমভাবে ব্যর্থ হয়েছে।
রুশ মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইউক্রেনের সেনারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তাদের বিপুল পরিমাণ সামরিক যান ও অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।
নিজেদের প্রতিদিনের ব্রিফিংয়ে এসব দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তারা বলেছে, গত দুইদিনে রুশ সেনারা ইউক্রেনের তিনটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। তাছাড়া ইউক্রেন গত আড়াই দিনে দক্ষিণ দিকের মাইকোলাইভ-কিরিভ অঞ্চলে চারটি যুদ্ধবিমানও হারিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
দুইদিন আগে রুশ সেনাদের হাত থেকে নিজেদের দক্ষিণ দিকের অঞ্চল পুনর্দখল করার জন্য পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনীয় সেনারা।
এ হামলা চালানোর জন্য গত দুই মাস প্রস্তুতি নিয়েছে ইউক্রেন। শুধুমাত্র দক্ষিণ দিকের বিষয়টি মাথায় রেখে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা দক্ষিণ দিকের অঞ্চল খেরসনের কিছু অঞ্চল দখল করেছে।
সূত্র: আল জাজিরা