আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে দুই দল ৯ম বার টি২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে। ওপেনিং জুটিতে এনামু হক আর নাইম শেখ, ১ ওভারে সংগ্রহ ৫/০। ২০ ওভার শেষে আফগানদের বিপক্ষে ১২৭ রানের বেশি যেতে পারেনি সাকিব বাহিনী। জয় পেতে আফগানদের মিশন ওভার প্রতি ৬.৪, ১২৮ রান।
২য় ওভারের ১ম বলে নাইম বোল্ড, সাকিব নেমেছেন। স্কোর ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট। ৫ম ওভারের আগেই দুই উইকেট পতন! এনামুল হক এলবি’র ফাঁদে কাটা গেলেন। ৫ম ওভারে প পর পর দুই বলে চার মেরে রান বাড়ালেন সাকিব।
কিন্তু এরপর যে ধাক্কা খেয়েছে তা হজম করা কঠিন। সাকিব বোল্ড, মুশফিক এলবি’র ফাঁদে, স্কোর ২৮ রান ৪ উইরকট। ৫ম জুটতে আফিফ আর মাহমুদল্লাহ চেষ্টা করলেন। কিন্তু বেশি দূর যাওয়া হলো না এ ৫ম জুটির। ৫.৩ ওভারে দলীয় রান ৫৩, আফিফ এলবি’র ফাঁদে পড়লে বাংলাদেশের আশার আলোটা আরো এক ধাপ নিভু নিভু করতে শুরু করে।
তবে ৭ম জুটিতে মনিম আর সৈকত মিলে অনেকটা এগিয়ে বোর চেষ্টা করেন। ১৭ ওভারে স্কোর ১০৩/৬। শেষ অবদি আরো এক উইকেট পতন হলো রান আউটে, ২০ ওভার শেষে স্কোর ১২৭/৭।