এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ৩০ আগস্ট মঙ্গলবার রাত ৮ টায় শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও টি-২০ ফরম্যাটে খুব একটা স্বস্তিতে নেই টাইগাররা। অপরদিকে প্রথম ম্যাচে দাপুটে জয়ে উড়ছে আফগান শিবির।
এসব বিষয়কে মোটেও তেমন একটা আমলে নিচ্ছেন না টাইগারদের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানালেন, চিন্তার কোন কিছু নেই, এসব নিয়ে ভাবার সময় নেই।
নিজেদের প্রথম ম্যাচে লংকাকে ৮ উইকেটে বিধ্বস্ত করে আফগানরা। ব্যাটিং-বোলিং কোন বিভাগেই এদিন লঙ্কানদের মাথা তুলে দাঁড়াতে দেননি গুরবাজ-মুজিবরা।
এ নিয়ে রাজ্জাক বলেন, ‘আমি টেনশনের কোন কারণই দেখছি না, এসব নিয়ে আমাদের ভাবার সময় নাই। কারা ভালো করছে, কারা খারাপ করছে সেসব নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’
রাজ্জাক আরো বলেন, ‘সাকিব টি-২০র সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক হিসেবে সাকিব জানে, বোঝে কখন কি করতে হবে। আমি আশা করছি দলকে সে সঠিক পথেই রাখবে।’
দীর্ঘ ৩ বছর পর দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান, এ ছাড়া শেষ মুহূর্তে দলে যুক্ত হয়েছেন নাঈম শেখ। রয়েছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী এবং মেহেদী মিরাজ। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশ কেমন হবে জানতে চাইলে রাজ্জাক জানান যোগ্যরাই সুযোগ পাবে দলে।
এ বিষয়ে তিনি বলেন, ‘দেশে বসে সেখানকার কথা বলাটা আসলে কঠিন কাজ। তবে ধারণা করছি সেরা একাদশই মাঠে খেলবে।
যেহেতু টি-২০তে আমাদের নতুনভাবে শুরুর আভাস দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই যোগ্যদের দলে রেখে একাদশ সাজাবে।’