অন্যান্য শিল্পের চেয়ে চা শিল্পের শ্রমিকরা বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকে বলে দাবি করেছে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ। কোন খাতে কত দেওয়া হয় তার বিস্তারিত তুলে ধরা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

হাজিরাভিত্তিক দৈনিক ১৭০ টাকার যে মজুরি দেওয়া হচ্ছে সেটাও সর্বনিম্ন। প্রকৃতপক্ষে গড় মজুরি আরও অনেক বেশি। দেশের শ্রম আইন এবং বৈশ্বিক পর্যায়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিবিড় তদারকির মধ্যে শ্রমঅধিকার ভোগ করছে শ্রমিকরা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি এবং দাবির পক্ষে যুক্তি তুলে ধরা হয়। সম্প্রতি শ্রমিকদের ধর্মঘটকে কেন্দ্র করে দেশে এবং দেশের বাইরে চা শিল্প নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। কম মজুরি দিয়ে শ্রমিকদের প্রতি মালিকরা অমানবিক কাজ করছে- এর প্রতিবাদে অনেকে চা বর্জন করেছে। এসবের পেছনে অপপ্রচারেরও কিছুটা দায়ী বলে মনে করেন সংগঠনের নেতারা।

প্রকৃত তথ্য জানিয়ে নেতিবাচক এই ভাবমূর্তি কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার এম আনিস উদ দৌলা মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি এম শাহ আলম। চা সংসদের অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।