ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আন্টিমেটাম ঘোষণা করে। পরে আন্দোলনরতরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর কাছে স্মারক লিপি প্রদান করে। সোমবার দুপুরে গাজীপুরে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, গত ১২ আগষ্ট ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তার বক্তব্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার মন্তব্য করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ কমিয়ে ৩ বছর করা হলে চাকরির ক্ষেত্রে গ্রেড কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার মানও কমে যাওয়ার আশংকা করেন শিক্ষার্থীরা। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর জেরে সোমবার দুপুরে মহানগরীর সদর থানাধীন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সংলগ্ন মডেল ইনস্টিটিউট এন্ড সায়েন্স টেকনোলজির (মিস্ট) সামনে জড়ো হতে থাকে গাজীপুরের রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট, গাজীপুর বিজ্ঞান কলেজ, সিটিটি, মিস্ট ও ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশ’ শিক্ষার্থী।

এক পর্যায়ে শিক্ষা মন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা। মিছিলকারীরা শিববাড়ি মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাজবাড়ি সড়ক অবরোধ করে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ করতে থাকে। এসময় তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ না কমিয়ে চলমান চার বছর অব্যাহত রেখে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা ও ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে এ শিক্ষার মানোন্নয়ন করার দাবী জানান। তারা শিক্ষক স্বল্পতাসহ বিরাজমান নানা সমস্যার নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহন করে রোবটিক সহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন কনট্রেন্ট যুক্ত করে আরো উন্নত কারিকুলাম ও সিলেবাসের মাধ্যমে এই কোর্সকে আপগ্রেড করার দাবী জানান। এসময় তারা শিক্ষামন্ত্রীকে ভ্রান্ত ধারণা থেকে সরে এসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ চার বছর বজায় রাখার দাবী জানান। নতুবা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ নাসরিন পারভিন এর নিকট স্মারকলিপি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জাতীয় ভিত্তিক একাধিক গবেষণার সুুপারিশের আলোকে ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় ২০০০-২০০১ শিক্ষাবর্ষে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং কোর্স জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ৪ বছরে রূপান্তর করে। যা বিগত ২২ বছর ধরে অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে। এতে আন্তর্জাতিক মানসম্পন্ন ৪বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের বিভিন্ন টেকনোলজিতে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীগণ বৈশ্বিক কর্মবাজারের চ্যালেঞ্জ মোকাবিলাসহ দেশের উন্নয়ন উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এসব প্রকৌশলীগণ দেশের প্রকৌশল ও উৎপাদন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রার যোগান দিচ্ছেন। ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ সৃষ্টি হয়েছে।

তারা আরো জানান, বিএসসি-ইন ইঞ্জিনিয়ারিং, কৃষি ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য বিষয়ভিত্তিক কোর্সের ন্যায় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স একটি পূর্ণাঙ্গ কারিগরি শিক্ষাব্যবস্থা। তা সত্ত্বেও অনেকে এই কোর্সকে প্রচলিত ভোকেশনাল বা ট্রেনিং কোর্সের সঙ্গে মিলিয়ে ফেলছেন, যা সঠিক নয়। অথচ কোন ধরনের স্টাডি গবেষণা ছাড়াই অপ্রত্যাশিতভাবে এই ভ্রান্ত ধারণা থেকে অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি দিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছরে রূপান্তরিত করার চক্রান্ত করছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের উদ্যোগ প্রতিহত করতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।