আজ বাদে পরশু বাংলাদেশ ২০২২ এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আকাশে উড়তে থাকা আপগানদের বিপক্ষে। এটা সেই আফগান ক্রিকেট দল যারা শ্রীলংকার মতো প্রতিষ্ঠিত শক্তিকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এশিয়া কাপে নিজেদের উড়ন্ত সূচনা করেছে। বড় দল গুলোর ঘুম হারাম করে দিয়েছে আফগান ক্রিকেট দল। সেই আফগানরা সাকিব বাহিনীর প্রথম প্রতিপক্ষ। টেনশন তো হবেই। কিন্তু টেনশন নিতে রাজী নন টাইগার বাহিনীর সদস্যরা।
‘ভয়’ নামক শব্দটা আসলে সে কারণেই আলোচনায় এসেছে। আফগান আর বাংলাদেশ েএ পর্যন্ত মোট ৮ বার টি২০ ম্যাচ খেলেছে। তাতে আফগানা ফেভারিট হয়ে সামনে উপস্থিত ৫ ম্যাচে জয় তুলে। বাংলাদেশ হেরেছে ৫টি ম্যাচে, জয় তুলেছে ৩ ম্যাচে!
পরিসংখ্যান আর বর্তমান আফগান দলের মাঠের পারফর্মেন্সই বলে দিচ্ছে ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে টি২০ ম্যাচে। কিন্তু ভয় পাচ্ছে না বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আজ দলের অনুশীলন শেষে মিরাজ মিডিয়াকে বলেন, ‘ভয় পাবার কিছু নেই। যে দল ভাল খেলবে তারাই জয় পাবে। টি২০ ম্যাচে কেউ আগাম ফেভারিট নয়। আমরা স্পিন আক্রমস করব, ওরাও করবে। আমরা পেস আক্রমণ করব, ওরাও করবে। এর মধ্যে যারা আক্রমণ সামাল দিয়ে স্কোর বোর্ডে জমা করতে পারবে তারাই এগিয়ে থাকবে। আর বল হাতে প্রতিপক্ষকে আটকাতে পারলে জয় আসবেই। এতে ভয় পাওয়া কিছু নেই।’