রাশিয়ার পারমাণবিক শক্তি জায়ান্ট রোসাটম আগামী সপ্তাহে হাঙ্গেরিতে দুটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণ শুরু করবে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তোর বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০১৪ সালে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এই পারমাণবিক প্ল্যান্ট সম্প্রসারণ করা হচ্ছে।
ইউক্রেন আগ্রাসনের জন্য ইইউয়ের নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার পারমাণবিক শিল্প পড়েনি।
রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাও হাঙ্গেরি শর্তহীনভাবে সমর্থন জানায়নি।
হাঙ্গেরি মোট বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশই ও প্ল্যান্ট থেকে মেটানো হয়। নতুন নির্মিতব্য চুল্লি দুটি ২০৩০ সালের মধ্যে উৎপাদনে সক্ষম হবে বলে পিটার সিজ্জার্তো এক ফেসবুক পোস্টে জানিয়েছেন।