২০২০ সালে করোনার হানা, এরপর ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব পরিস্থিতি বদলে দিযেছে। কোন কিছুই আর আগের মতো নেই। দেশের প্রতিটি বিভাগেই নেতিবাচক প্রভাব পড়েছে। বাদ পড়েনি ক্রীড়াঙ্গনও। এর সঙ্গে যদি দলীয় আর ব্যক্তিগত কোন্দল! তাহলে যেকোন বিভাগের খেলাই পেছনের দিকে হাটতে বাধ্য।
তেমনই ঘটনা ঘটেছে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের ভাগ্যে। দীর্ঘ সময় বাংলাদেশ তায়কোয়নদো ফেডোরেশনের চেয়ারে থাকা আগের কার্যনির্বাহি কমিটির সদস্যবৃন্দ-র এখন আর এসোসিয়েশনের সঙ্গে সম্পর্ক নেই। বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত হয়ে আলাদা চেয়ারে বসেছে। ২৬ আগষ্ট নতুন ভাবে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশন কার্যক্রম শুরু করতে গিয়েই ধাক্কা খেল নতুন কার্যনির্বাহি কমিটির সদস্যবৃন্দ। কারণ, স্পন্সর-হীন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো।
দৈনিক বার্তার পক্ষথেকে অনুসন্ধান করে জানা গেল চমক লাগানো তথ্য। বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের নতুন কমিটির সামনে অক্টোবর-নভেম্বর ২০২২ এ তায়কোয়ান্ডো জাতীয় লীগ আয়োজনের কথা। কিন্তু নতুন কমিটি এ আসর আয়োজন নিয়ে শংকার মধ্যে আছে বলে ফেডারেশনের একটি সূত্র থেকে জানা যায়।
অনুসন্ধান করা জানা যায়, ফেডারেশনের আগের কমিটির সঙ্গে স্পন্সর কোম্পানী গুলোর সম্পর্কটা বেজায় গভীর। যে কারণে স্পন্সর কোম্পানী গুলো নতুন কমিটিকে স্পন্সর করতে আগ্রহী হচ্ছে না।
বিশেষ করে দেশের বহুল প্রচারিত ও খ্যাতি সম্পন্ন একটি স্থানী ইলেক্ট্রনিক কোম্পানী যারা দীর্ঘ সময় ধরে এদেশের ক্রীড়া ক্ষেত্রে স্পন্সর করে ছোট ছোট ফেডারেশন গুলোকে এগিয়ে যেতে অগ্রহী ভূমিকা পালন করে আসছে, সেই দেশীয় খ্যাতি সম্পন্ন কোম্পানী এখন নতুন কমিটিকে স্পন্সর করতে অনাগ্রহ প্রকাশ করছে!
এর পেছনে নাকি তায়কোয়ান্ডো ফেডারেশনের কমিটির নেত্রীবৃন্দ-র হাত আছে বলে ক্রীড়াঙ্গনে বাতাসে খবর বেড়িয়েছে। পর্দার পেছনে তায়কোয়ান্ডোর আগের কমিটিই কল-কাঠি নড়ছে বলে ফেডারেশনের একটি সূত্র নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, আমরা চেষ্টা করছি, কোন কাজ হচ্ছে না। দেশীয় ঐ কোম্পানী তায়কোয়ান্ডো ফেডারেশনের সঙ্গেই ছিল, এখন স্পন্সর কোম্পানী-রা বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের নতুন কমিটিকে সহযোগিতা করতে সম্মত নয়। কেন? এটা আসলে প্রকাশ্যে বলা মতো নয়। তবে এই পরিস্থিতি বহাল থাকলে বছরের শেষ দিকে জাতীয় লীগ আয়োজন নিয়ে আমরা চিন্তিত।’