নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুতে ওপেন করতে নামেন হজরতউল্লাহ জাজাই ও রহমতউল্লা গুরবাজ। লংকান বোলারদের সহজেই মোকাবেলা করে আফগান ব্যাটাররা ৪ ওভার ৩ বলে ৫০ রান পুর্ন করেন।
তারপরই আউট হয়ে যান রহমতউল্লা গুরবাজ। হাসারাঙ্গার বলে উইকেট ছেড়ে বাইরে এসে খেলতে গিয়ে সরাসরি বোল্ড আউট হন তিনি। তার আগে গুরবাজের ব্যাট থেকে আসে ৪০ রান। তারপরেই ১৫ রান করে রান আউটে কাটা পড়েন ইব্রাহিম জাদরান।
শেষের দিকে জাজাই আর জাদরানের ব্যাটে করে জয় তুলে নেয় আফগানিস্তান। রহমতউল্লা জাজাই ৩৭ ও জাদরান ২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
নিজেদের শততম ম্যাচ খেলা আফগানদের গোলার আঘাতে শুরুতে যেন সামলেই উঠতে পারেনি লংকানরা। শুরুতেই ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তারপর ১৫ ওভারে গিয়ে ৭৩ রানেই হারাতে হয় তাদের ৮ উইকেট। শেষ পর্যন্ত ১৯ ওভার ৪ বলে ১০৫ রানে গিয়ে থামে লংকানদের ইনিংস। ফলে আফগানদের সামনে ম্যাচে জয়ী হতে টার্গেট গিয়ে দাঁড়ায় ১০৬ রানের।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য স্মরণীয় হয়ে গেল। কেননা আজ শততম টি-২০ ম্যাচ খেলতে নামে আফগানরা।
খেলার প্রথম থেকেই শ্রীলংকাকে চেপে ধরেন নবিরা। প্রথম ২ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। ইনিংসের শেষ পর্যন্ত সেখান থেকে আর বেরই হতে পারেনি লংকানরা।