মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম নয়ন (১৮) নামে একজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে বারইয়ারহাট টু খাগড়াছড়ি সড়কের মিরসরাইয়ের হিঙ্গুলী নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নয়ন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আমিনের বাড়ির নুরুল আমিনের কনিষ্ঠ পুত্র ও নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। চার ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিলো।

নিহত নয়নের জেঠাত ভাই জহিরুল ইসলাম রানা জানান, আমার চাচাতো ভাই নয়ন তার নানীর জন্য বারইয়ারহাট বাজার থেকে ঔষধ নিয়ে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে সকাল সাড়ে দশটার দিকে নিমতলা এলাকায় পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে আবার সেই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। তার মাথা সম্পূর্ণ থেঁতলে যায়, যার কারণে তাকে কোন হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি ছিলো না।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, বারইয়ারহাট থেকে করেরহাট গামী দ্রুত গতির একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৬৯০৫) বাইসাইকেল আরোহী নয়ন’কে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনরকম মামলা না করায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকের চালক’কে আটকের চেষ্টা চলছে, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।