মাদারীপুরে শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শুক্রবার (২৬ আগষ্ঠ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হোমিওপ্যাথিক কল্যান সোসাইটি ও স্টাডি এন্ড রিসার্চ অব হোমিওপ্যাথী মাদারীপুর এর যৌথ উদ্ধ্যেগে চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক সেমিনারের আয়োজন করে। এ উপলক্ষে হোমেক কলেজের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়। হোমেক এর প্রভাষক ডা: এনামুল হক তালহার সভাপতিত্বে ও স্টাডি এন্ড রিসার্চ অব হোমিওপ্যাথিক এর সাধারন সম্পাদক ডা: শফিকুল ইসলাম এর সঞ্চালনায় এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন শেখ কামাল হোমিওপ্যাথিক কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: এমদাদুল হক খান। বিশেষ অতিথি, মেটেরিয়া মেডিকার বিভাগীয় প্রধান ডা: হাবিবুর রহমান, শেখ কামাল হোমিওপ্যাথিক কলেজ এর প্রভাষক ডা: আতাউর রহমান খান, হোমিও কল্যান সোসাইটি মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক ডা: জে এম হাসান চিশতী, স্টাডি অব রিসার্চ অব হোমিওপ্যাথিক এর সভাপতি ডা: আরিফ।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা: অপরেশ কুমার ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা ডা: সিরাজুল আলম সিদ্দিকী ফেরদাউস,ডা: হুমায়ুন কবির প্রমূখ। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষক ও প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীরা।
সাবরীন জেরীন,মাদারীপুর।