ভিসা জটিলতার কারণে মঙ্গলবার দলের সঙ্গে এক সাথে বিমানের সিটে বসা হয়নি ব্যাটসম্যান এনামুল হক আর পেসার তাসকিন আহমেদের। তখনই বিসিবি থেকে বলা হয়েছিল ভিসা দ্রুতই হয়ে যাবে। আজ ভিসা জটিলতা কাটিয়ে দুই তারকা ক্রিকেটার বিমান ধরলেন।
আজ রাতে দলের সঙ্গে এনামুল ও তাসকিনের যোগ দেবার কথা। বিমানের সিটে বসে এনামুল হক টুইট করলেন। বললেন, ‘বড় আসর, বড় প্রত্যাশা, সকলে দোয়া করবেন।’