এশিয়ান অনুর্ধ্ব-২০ ভলিবলে ইরাক, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ইরাককে প্রথম ম্যাচে হারানো যুব দল বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করে হেরে যায় ৩-২ ব্যবধানে।
খেলা পাঁচ সেটে নিয়ে যাওয়ায় হেরেও এক পয়েন্ট পেয়েছে আলিপোর আরোজির দল। তাতেই মোট ৪ পয়েন্ট নিয়ে এশিয়ান এই আসরের ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারানো ইরাকের পয়েন্ট ৩। আর অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ৫ সেটে জেতায় ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয়। ৬ গ্রুপের তৃতীয় হওয়া দলগুলো এখন ১৩ থেকে ১৮ তম স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ঢুকে গেছে শীর্ষ ১২ দলে। এই দলগুলোর মধ্যে এখন হবে স্থান নির্ধারনী।