এশিয়ান ভলিবল কনফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাহরাইন ভলিবল এসোসিয়েশনের আয়োজনে ২২-২৯ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত বাহরাইনে “২১তম এশিয়ান পুরুষ অনূধর্¦-২০ ভলিবল চ্যাম্পিয়নশীপ ২০২২” অনুষ্ঠিত হচ্ছে।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতায়অংশগ্রহণের লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০জাতীয় পুরুষ ভলিবল দল গত ২০ আগষ্ট সকালে বাহরাইনের উদ্দেশ্যে রওনা করে। আর আজ ইরাক এর সাথে ১ম খেলায় বাংলাদেশ ১৯-২৫, ২৬-২৪, ২৫-১৯,২৫-২২ পয়েন্টে ৩-১ সেটে ইরাক কে পরাজিত করে।

২য় খেলা ২৪ আগষ্ট ২০২২ তারিখ বুধবার অস্ট্রেলিয়ার সাথে। উক্তআন্তর্জাতিক প্রতিযোগিতাটি আন্তর্জাতিক ভলিবলেরএকটি র‌্যাংকিং এর খেলা। এতে অংশগ্রহণের ফলে ‘বাংলাদেশ’ভলিবলের বিশ্ব র‌্যাংকিং এ এগিয়ে আসবে বলে আমরা আশাবাদি।