গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মহানগরীর সদর থানাধীন বিলাশপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মোঃ সোহাগ রহমান (৩৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর থানার কানুহরপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে।
রেলওয়ের জয়দেবপুর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহীদুল্লাহ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌণে ১০টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানাধীন বিলাশপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের উপর বসেছিলেন সোহাগ। এসময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।