আজ থেকে দেশের ৮টি বিভাগের ২০টি শহরে পাওয়া যাবে উবার। নিরাপদ, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী যোগাযোগের সেবাপ্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের আস্থাভাজন রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবেনিজেকেপ্রতিষ্ঠাকরেছে উবার। রেন্টাল, সিএনজি, ইন্টারসিটি, কানেক্ট, মটোইত্যাদিরমতো দুই, তিন ও চারচাকারবিভিন্নধরনেরসার্ভিসউবারেরপ্ল্যাটফর্মে আছে। এর ফলে শহর জুড়ে চলাচল এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠেছে। পাশাপাশি, এর মাধ্যমে আরও বেশিসংখ্যকচালকদের জন্য উপার্জনের সুযোগসৃষ্টিহচ্ছে।
বর্তমানেঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, বাগেরহাট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, মৌলভীবাজার, নীলফামারী, শ্রীমঙ্গল, ফেনী, দিনাজপুর, খুলনাএবংকক্সবাজারেউবারের সেবাচালুআছে। এছাড়া, পুরো দেশজুড়ে একটি বাটনে চাপেরমাধ্যমে সহজেই রাইডশেয়ারিং সুবিধা প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি ঊনিশ ও বিশতম শহর, গাজীপুর ও নাটোরেমটো সেবাচালু করেছে উবার। এখন ২০টি শহরের প্রতিটিতে ইউবার মটো চালু আছে, উবারএক্স চালুআছে ৫টি শহরে, উবার প্রিমিয়ার ১টি শহরে, উবার সিএনজি ৩টি শহরে, রেন্টাল ৩টি শহরে, ইন্টারসিটি ৪টি শহরেএবংউবারএক্সএলচালুআছে ২টি শহরে।
দেশজুড়েব্যবসাসম্প্রসারণের এই মাইলফলকঅর্জনউপলক্ষে উবারেরবাংলাদেশ ও পূর্ব ভারতপ্রধান মোঃআরমানুররহমানবলেন, “বাংলাদেশজুড়ে ২০টি শহরে সেবাসম্প্রসারণকরতে পেরেআমরাঅত্যন্তআনন্দিত। এর মাধ্যমে যাত্রী ও চালকসবাইআমাদের সেবাগ্রহণকরতেপারছেন। উবারেরকাছেকমিউনিটিখুবই গুরুত্বপূর্ণ। আমরাগর্বিত যে, সাড়েপাঁচবছরেরকিছু বেশিসময়েরমধ্যে এসবশহরেরমানুষদেরজীবনেআমরাছাপ ফেলতে পেরেছি। গ্রাহকদেরযাতায়াতেরচাহিদাপূরণেদ্বিগুণ উদ্যমে কাজকরার লক্ষ্য নিয়েআমরাএগিয়েযাচ্ছি। এজন্য বাজারে কোনপণ্যেরপ্রয়োজনীয়তা বেশি, সে বিষয়টি গুরুত্ব দিয়েবিবেচনাকরছিআমরা। আমাদেরযাত্রাসবেশুরুহচ্ছে। সামনেরবছরগুলোতেআরওঅনেকমাইলফলকেরঅর্জনউদযাপনেরব্যাপারেআমরাআশাবাদী।”
সম্প্রতিচালকদের জন্য বেশকিছুনতুনফিচারওচালুকরেছে উবার। এসবফিচারতাদেরসুচিন্তিতসিদ্ধান্তনিতেসাহায্য করবে। চালক ও যাত্রীউভয়েরহতাশা দূরকরতে উবার এখনআগে থেকেই চালকদেরট্রিপের গন্তব্য দেখায়। এর ফলেচালকরাগন্তব্য দেখে ট্রিপগ্রহণকরতেপারেন। এটিট্রিপশুরুহওয়ারআগেচালকদেরভাড়াপরিশোধেরপদ্ধতিও (নগদ বাঅনলাইন) দেখায়। ফলেচালকরানিজেদেরপছন্দমতোশুধুনগদ টাকাদিয়েভাড়াপরিশোধকরাহবেএমনরাইড বেছেনিতেপারেন। এসবনতুনফিচারচালুহওয়ারফলে, রাইডক্যান্সেলেশননিয়েচালক ও যাত্রীদের দীর্ঘদিনের করাঅভিযোগেরপরিমাণকমেআসছে।
উবার সম্পর্কিত তথ্য
সচলতারমাধ্যমে নতুন সম্ভাবনাসৃষ্টিকরাইউবারের লক্ষ্য। আপনিকীভাবেবাটনের এক চাপেযাতায়াতের জন্য একটিগাড়ি পেতেপারেন? এ সমস্যারসমাধানখুঁজতেআমাদেরশুরুটা হয় ২০১০ সালে। ১৫ বিলিয়নেরও বেশিট্রিপসম্পন্নকরার পর, এখনআমরা সেসবসার্ভিস তৈরিরপ্রচেষ্টায়নিয়োজিত যেগুলোএকজন ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছাতেসাহায্য করে। শহরেরযাতায়াতব্যবস্থা, খাদ্য এবংজিনিসপত্রআনা-নেওয়ারপদ্ধতিপরিবর্তনের মাধ্যমে উবার সম্ভাবনার এক নতুনদ্বারউন্মোচনকরেছে।