শিক্ষামন্ত্রী কর্তৃক চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরের মন্তব্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টায় বরিশাল নগরীর বটতলা চৌরাস্তা এলাকায় সরকা‌রি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউ‌টের সাধারণ শিক্ষার্থী ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ব্যস্ততম সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। যদিও প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পরে সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে যান শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বটতলা এলাকায় আসেন। এ সময় বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী দীপু মনি কর্তৃক ৪ বছর থেকে ৩ বছরে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্স রূপান্তরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থী রেজাউল ক‌রিম জানান, ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে সময়সীমা কমিয়ে ৩ বছরে রূপান্তরের মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আমরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে কোর্সকে ৪ বছরে বহাল রাখার দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে আরও কঠোর এবং লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।

রোববার এই শিক্ষার্থীরা একই দাবিতে নগরীর সিঅ্যান্ড‌বি রো‌ডে ঢাকা ব‌রিশাল মহাসড়‌ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছি‌লেন।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন জানান, শিক্ষার্থী‌দের বু‌ঝি‌য়ে সড়ক থে‌কে স‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।