হাতে গুনা কয়েকটা দিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ-২০২২। এ আসরে নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে বিমানে চড়তে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক পাল্টানোর পর হেড কোচকেও বাদ দেবার কাজ চলছে। এছাড়া উড়িয়ে আনা হয়েছে টি-২০ স্পেশালিস্ট পরামর্শক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।

প্রস্তুতির অংশ হিসেবে আজ (রোববার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে চলছে প্রস্তুতি ম্যাচ। যেখানে ১৭ সদস্যের স্কোয়াডের সবাই লাল ও সবুজ এ দুই ভাগে ভাগ হয়ে মাঠে নেমেছেন। লাল দলের অধিনায়ক হিসেবে আছেন সাকিব আল হাসান, সবুজ দলের আফিফ হোসেন ধ্রুব। দিনের প্রথম ম্যাচে লাল দল টস জিতে ব্যাট করেও জয় পায়নি। সবুজ দল পরে ব্যাট করে ৪ উইকেটে লাল দলকে হারিয়েছে।

দুই দলে যোগ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন ক্রিকেটার। গা গরমের ম্যাচে বিরাট বিপদেই পড়তে যাচ্ছিল বাংলাদেশ দল। এশিয়া কাপের প্রস্তুতি নিতেই পণ্ড হতে চলেছিল সব আয়োজন। এই ম্যাচে এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের মাথায় বলের আঘাত লেগেছে। ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান সাকিব।  তবে ভাগ্যক্রমে আঘাতটি গুরুতর ছিল না। পরে ফের ব্যাট হাতে নামেন তিনি, অপরাজিত থাকেন ৩৮ রানে। অর্থাৎ দুবার ব্যাটিং করে সাকিব করেন ৫৫ রান।

বিজয় দুবার ব্যাটিং করে করেছেন ২১ রান। প্রথমবারে ৪ দ্বিতীয়বারে করেছেন ১৭। মাহমুদউল্লাহ রিয়াদ ১২, মুশফিকুর রহিম ২২ রান করে আউট হয়েছেন। পারভেজ হোসেন ইমন করেছেন ২৩ রান। লাল দলের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট।  ৭ উইকেট হারিয়ে আফিফের সবুজ দলকে ১৬৫ চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছে সাকিবের দল। ১৬৬ রানের তাড়ায় ব্যাট করছে আফিফের দল।

লাল দল:

এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী, সাইফউদ্দিন, আল আমিন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।

সবুজ দল:

আফিফ হোসেন, মোহাম্মদ রবিন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ আহমেদ তামিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানজিম সাকিব, আশফাকুজ্জামান।