বিসিবি থেকে আগে থেকেই জানিয়ে রেখেছিল আজ রোববার বিকেলে ঢাকা আসছেন শ্রীধরন শ্রীরাম। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান দৈনিক বার্তাকে মুঠোফোনে এ খবর নিশ্চিত করেছিলেন। অবশেষে আজ দুপুরে ঢাকায় পা রাখবেন তিনি।
ঢাকায় পৌঁছেই সরাসিরি চলে যান শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর মধ্যাহ্নভোজ সারেন। এশিয়া কাপ থেকে শুরু হবে শ্রীরামের মিশন। আসন্ন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি বাংলাদেশ টি-২০ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সহকারী থাকা অবস্থায় তার সময়ে ২০২১ টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।
শ্রীরাম এক বিবৃতিতে বলেন, ‘আমি ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং এলিট পর্যায়ে ৯ বছরের কোচিংয়ে অভিজ্ঞতা নিয়ে এসেছি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আমি সত্যিই মুখিয়ে আছি। বড় দুটি ইভেন্টে এমন প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে জড়িত থাকার কথা ভেবে আমি খুবই রোমাঞ্চিত।’