ইউরোপিয়ান ক্লাব ফুটবলে পরীক্ষিত পাঁচ তরুণ এবার বিশ্বকাপে আলো ছড়ানোর অপেক্ষায়। ফিফার চোখে কাতারে ব্যবধান গড়ে দিতে পারেন এরা। কাতার বিশ্বকাপে এই ৫ তরুণ থাকবেন নজরে।

জোনাথন ডেভিড
২২ বছর বয়সী ডেভিড কানাডার হয়ে ৩২ ম্যাচেই করে ফেলেছেন ২১ গোল। দিদিয়ের দ্রগবা, স্যামুয়েল ইতো, থিয়েরি অঁরি এবং রোনালদিনহোকে আইডল মানেন তিনি। কানাডাকে ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপে  নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জোনাথন ডেভিড। ২০২০-২১ মৌসুমে তিনি নাম লেখান ফরাসি ক্লাব লিলে।

ওই বছরে পিএসজিকে পেছনে ফেলে লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয় লিল। তরুণ ডেভিড বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছিলেন। বিশ্বকাপে  ডেভিডের কানাডা ‘এফ’ গ্রুপে লড়বে বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও মরক্কোর সঙ্গে।

জন্ম যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে হলেও তিন মাস বয়সে তার পরিবার চলে যায় হাইতিতে। সেখান থেকে ৬ বছর বয়সে কানাডার অটোয়ায়। কয়েকবার যুক্তরাষ্ট্র ফুটবল দলে খেলার অফার পেয়েও ফিরিয়ে দেন ডেভিড। কানাডার ফুটবল নিয়ে স্বপ্ন অনেক বড় ডেভিডের।তিনি বলেন, ‘আমি কানাডার ফুটবলে বিপ্লব আনতে চাই। বিশ্বকাপ হলো আমাদের সেই বিপ্লবের মঞ্চ।’