গাড়ি চুরি করে পালানোর সময় ওই গাড়ির চাপায় শিরিন বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো— জিতু মিয়া (২৬) ও মো. শহীদ মিয়া (২৮)।
বুধবার সকালে রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোর্শেদ আলম।
পুলিশ জানায়, গত শুক্রবার উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮নং রোডের ওপর পার্কিং করা অবস্থায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৫০৫৪) চোরচক্রের ওই দুই সদস্য চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারটির মালিক পর দিন শনিবার উত্তরা পূর্ব থানায় বাদী হয়ে মামলা করেন।
ওই মামলার ভিত্তিতে আসামিদের সোমবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন বড়গাঁও গ্রামের আসমাউল হোসেন নামের এক ব্যক্তির ঘর থেকে গ্রেফতার করা হয়।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে প্লাস, ইঞ্জিনের রোকার, গাড়ির গ্যাসের সুইচ এবং চোরাই একাধিক গাড়ির কাগজপত্রসহ গাড়ি চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. মোর্শেদ আলম জানান, গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনার দিন চোরাই গাড়িটির চাপায় শিরিন বেগম নামে এক নারী নিহত হন। এ ঘটনায় চুরি হওয়া গাড়িটিকে জব্দ করে হবিগঞ্জের বাহুবল থানা পুলিশ। ঘটনার তিন দিন পর চোরচক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।