আজ শোকের দিন, ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৮ জন নির্মমভাবে খুন হন বিপথগামী কিছু বাঙালির হাতেই। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সাড়ে ৬টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতিকৃতিতে। দেয়া হয় গার্ড অফ অনার। জানানো হয় সশস্ত্র সালাম। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এসময় কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করেন তিনি। পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। ফুলেল শ্রদ্ধা জানানো হয় প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকেও।