আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতার কারণে বঙ্গবন্ধুর তিন খুনির হদিস নেই। তারা কোথাই আছে কেউ জানে না। যতক্ষণ পর্যন্ত এই তিনজনকে ধরে রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত তাদের খোঁজা হবে। ইঁদুরের গর্তে গিয়েও তারা লুকিয়ে থাকতে পারবে না।
সোমবার দুপুরে রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্তরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সময় এসেছে বঙ্গবন্ধুর ঋণ শোধ করার। আমরা সবাই মিলে যদি শেখ হাসিনার হাতকে শক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়ার যে প্রত্যয় এবং কর্ম সেটাকে সফল করতে পারি তা হলেই কিন্তু জাতির পিতাকে বলতে পারব, তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। তুমি সারা জীবন যে জন্য যুদ্ধ করেছ আমরা সেটাকে সত্য করেছি।
আখাউড়া উপজেলা আওয়ামীগীদের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও অংগ্যজাই মারমা, আখাউড়া-কসবা সার্কেল এএসপি কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পিয়ারা আক্তার প্রমুখ।
আইনমন্ত্রী বলেন , বঙ্গবন্ধুর পরিবারকে যে দাবিয়ে রাখা যাবে না, শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন ।
আইনমন্ত্রী আরও বলেন, এখন কঠিন সময় চলছে। সারা বিশ্বে সব কিছুর অভাব। বাংলাদেশের মানুষও কঠিন সময়ের মধ্যে আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি কষ্ট লাঘবের জন্য।
এর আগে মন্ত্রী ট্রেনে চেপে আখাউড়া রেলস্টেশনে নেমে শোক র্যালিতে অংশ নেন এবং উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।