বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষপকতায় “৯ম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: জাতীয় রাগবি প্রতিযোগিতা (পুরুষ)-২০২২”(১১-১৩ আগস্ট,২০২২ইং পর্যন্ত) এর পুরুস্কার বিতরন অনুষ্ঠান আজ শনিবার বিকেল ৪ ঘটিকার সময় পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৪৬-০ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে ৫ম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদেরকে পুরুস্কার প্রদান করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন (এম.পি ঢাকা-১০),সাধারন সম্পাদক মৌসুম আলী এবং যুগ্ন-স¤পাদক ও টুর্নামেন্ট স¤পাদক সাঈদ আহমেদ,কার্যনির্বাহী কমিটির সদস্য পারভিন নাছিমা নাহার পুতুল,মোঃ সিরাজুল ইসলাম এবং মোঃ সারোয়ার রাকিব, নূর-ই আফরোজ সহ কর্মকর্তাগন।

 ফাইনাল খেলার ফলাফল ঃ

৪০ তম ম্যাচ (ফাইনাল ও সমাপনী) খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৪৬-০ পয়েন্টে সাতক্ষীরা
জেলাকে পরাজিত করে ৫ম বারের মত চ্যা¤িপয়ান হওয়ার গৌরব অর্জন করে।

 ৩য় ও ৪র্থ স্থান নির্ধারনীঃ

৩৯ তম ম্যাচ (৩য় ও ৪র্থ স্থান নির্ধারনী) মাগুরা জেলা ১২-০৭ পয়েন্টে গাইবান্ধা জেলাকে
পরাজিত করে ১ম বারের মত ৩য় স্থান ও গাইবান্ধা জেলা ৪র্থ স্থান অর্জন করে।

 সেমিফাইনাল খেলার ফলাফল ঃ

৩৭ তম ম্যাচ (১ম সেমিফাইনাল) বাংলাদেশ সেনাবাহিনী ৪৫-০ পয়েন্টে গাইবান্ধা জেলাকে
পরাজিত করে ৫ম বারের মত ফাইনালে উন্নীত হয় এবং ৩৮ তম ম্যাচ (২য় সেমিফাইনাল) সাতক্ষীরা
জেলা ১২-০ পয়েন্টে মাগুরা জেলাকে পরাজিত করে ১ম বারের মত ফাইনালে উন্নীত হয়।
সংযুক্তিঃ রোল অব অনার

বাংলাদশে রাগবি ফডোরশেন ইউনয়িন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: জাতীয় রাগবি প্রতিযোগিতা (পুরুষ)- এর রোল অব

অনার

ক্র সালের নাম চ্যা¤িপয়ান রানার-আপ ৩য় স্থান ৪র্থ স্থান
“৯ম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: জাতীয় রাগবি

প্রতিযোগিতা (পুরুষ)-২০২২”

চ্যা¤িপয়ান রানার-আপ ৩য় স্থান ৪র্থ স্থান
বাংলাদেশ
সেনাবাহিনী

সাতক্ষীরা
জেলা

মাগুরা জেলা গাইবান্ধা জেলা

১ ২০২২ বাংলাদেশ
সেনাবাহিনী

সাতক্ষীরা জেলা মাগুরা জেলা গাইবান্ধা
জেলা

২ ২০২০ বাংলাদেশ
সেনাবাহিনী

ঢাকা জেলা বাংলাদেশ
আনসার

নারায়নগঞ্জ
জেলা

৩ ২০১৯ বাংলাদেশ
সেনাবাহিনী

চট্রগ্রাম
জেলা

বাগেরহাট জেলা দিনাজপুর
জেলা