বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি
ইসলামী ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষপকতায় “৯ম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
লি: জাতীয় রাগবি প্রতিযোগিতা (পুরুষ)-২০২২”(১১-১৩ আগস্ট,২০২২ইং পর্যন্ত)
প্রতিযোগিতার ২য় দিনে অবশিষ্ট ১ম রাউন্ড ও ২য় রাউন্ডের (কোয়ার্টার ফাইনাল) খেলা
অনুষ্ঠিত হয়।
আগামীকাল এ প্রতিযোগিতার সেমিফাইনাল,স্থান নির্ধারনী,ফাইনাল
ও পুরস্কার বিতরন অনুষ্ঠান। উক্ত সমাপনী অনুষ্ঠানে বিকাল ৪.০০ ঘটিকার সময় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলি¤িপক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর
রহমান মিকু।
অনুষ্ঠিত আজকের ২য় দিনের অবশিষ্ট ১ম রাউন্ড খেলার ফলাফলঃ
১৯ তম ম্যাচে চাদপুর জেলা ১৪-০ পয়েন্টে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে।
২০ তম ম্যাচে রাজশাহী ২৯-০ পয়েন্টে বগুড়া জেলাকে পরাজিত করে।
২১ তম ম্যাচে চট্রগ্রাম জেলা অনুপস্থিত থাকায় সুনামগঞ্জ জেলাকে কে পুর্ন পয়েন্ট
দেওয়া হয়।
২২ তম ম্যাচে জামালপুর জেলা ১৫-০ পয়েন্টে কুমিলা জেলাকে পরাজিত করে।
২৩ তম ম্যাচে মাগুরা ১০-০ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে।
২৪ তম ম্যাচে সিলেট ১৫-০ পয়েন্টে বগুড়া জেলাকে পরাজিত করে।
২৫ তম ম্যাচে সাতক্ষীরা জেলা ১০-০ পয়েন্টে ঢাকা জেলাকে পরাজিত করে।
২৬ তম ম্যাচে বাংলাদেশ আনসার ৪১-০ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে।
২৭ তম ম্যাচে ফরিদপুর জেলা ২২-০ সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে।
২৮ তম ম্যাচে দিনাজপুর জেলা ১৭-০৩ পয়েন্টে জামালপুর জেলাকে পরাজিত করে।
২৯ তম ম্যাচে মাগুরা জেলা ১৫-০ পয়েন্টে ঠাকুরগাও জেলাকে পরাজিত করে।
৩০ তম ম্যাচে কুমিলা জেলা অনুপস্থিত থাকায় নারায়ণগঞ্জ জেলাকে পুর্ন পয়েন্ট দেওয়া হয়।
৬ গ্র“পের ৬ চ্যা¤িপয়ান দল কোয়াটার ফাইনাল (২য় রাউন্ড) উন্নীত হয়ঃ
বাংলাদেশ সেনাবাহিনী,সাতক্ষীরা জেলা,মাগুরা জেলা,দিনাজপুর জেলা,রাজশাহী জেলা ও গাইবান্ধা জেলা।
কোয়াটার ফাইনাল (২য় রাউন্ড) এর খেলার ফলাফল ঃ
৩১ তম ম্যাচ (১ম খেলা) বাংলাদেশ সেনাবাহিনী ৫৭-০ পয়েন্টে মাগুরা জেলাকে পরাজিত করে।
অবশিষ্ট গতকালের খেলার ফলাফলঃ
১৩ তম ম্যাচে দিনাজপুর ৫-০পয়েন্টে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে।
১৪ তম ম্যাচে চট্রগ্রাম জেলা অনুপস্থিত থাকায় বাংলাদেশ সেনাবাহিনী কে পুর্ন
পয়েন্ট দেওয়া হয়।
১৫ তম ম্যাচে রাজশাহী জেলা ২০-০ পয়েন্টে সিলেট জেলাকে পরাজিত করে।
১৬ তম ম্যাচে সাতক্ষীরা জেলা ৬২-০ পয়েন্টে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে।
১৭ তম ম্যাচে গাইবান্ধা জেলা ১৪-৩ পয়েন্টে জয়পুরহাট জেলাকে পরাজিত করে।
১৮ তম ম্যাচে দিনাজপুর ৫-০পয়েন্টে কুমিলা জেলাকে পরাজিত করে।
বিজ্ঞপ্তি