‘সাকিব-বেটউইনার নিউজ’ প্রসঙ্গটি বিসিবি মানতে নারাজ। কোন অবস্থাতেই বিসিবি সাকিবেরেএই চুক্তি মানছে না। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে কঠিন সমস্যায় পড়বেন সাকিব আল হাসান। সাকিবকে চিঠি দিয়েছে বিসিবি। আজই এর জবাব দিতে হবে বলে জানিয়ে দিলেন বিসিবি সভাপতি।
আসন্ন এশিয়া কাপসহ বিশ্বকাপ টি২০-২০২২ এও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনও সম্পর্ক থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বেক্সিকোর অফিসে জরুরী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সাকিবকে ঘিরে এমন হুঁশিয়ারি দেন পাপন।
দিন কয়েক আগেই বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। এ নিয়ে ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যেটি সংগতভাবেই ভালভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেটিং নিয়ে রয়েছে বিসিবির নিষেধাজ্ঞা। বাংলাদেশের আইনেও বেটিং নিষিদ্ধ।
এছাড়া বিসিবি দলের ক্রিকেটারদের ইনজুরির কারণেও এশিয়া কাপের দল ঘোষণা দিতে এসিসি থেকে ৩ দিন সময় বাড়িয়ে নিয়েছেন। সেই সময় সীমা আজ ১১ আগষ্ট শেষ হবে। এখন বড় প্রশ্ন হচ্ছে আজ যদি দল ঘোষণা হয় তাহলে তো পাপনের বক্তব্য অনুযায়ী সাকিব ছাড়াই দল ঘোষণা দিতে হবে। চাইলেই তো সাকিব কোটি কোটি টাকার চুক্তি থেকে সরে যাবেন না?
সাকিব-বিসিবি আর দল ঘোষণা এখনও ঝুলে আছে।বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি বাতিল না করলে বিসিবি সাকিবকে ছাড়াই দল ঘোষণা করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজুমর হাসান পাপন। সাকিবকে এ বিষয়টি জানিয়ে বিসিবি চিঠি দেয়া হয়েছে, আজই এর জবাব দিতে হবে সাকিবকে। এমনটাই জানালেন পাপন।