দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের নিরাপত্তা প্রহরী সবুজ শিকদারকে (২৫) গলাকেটে হত্যার ঘটনায় পার্কটির মালিক মোজাম্মেল হক মোজামসহ (৬৮) তার জামাতা রাজু মিয়া (২৭) এবং পার্কের ম্যানেজার শাহীনুর রহমান শাহীনকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

উল্লেখ্য, গতকাল বুধবার উপজেলার মোজাম বিনোদন পার্কের ভিতর একটি ছোট কক্ষ থেকে পার্কের নিরাপত্তা প্রহরী সবুজ শিকদারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন নিহত সবুজের বড় বোন সেলিনা বেগম বাদী হয়ে পার্কের মালিক মোজাম্মেলসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মমিনুল ইসলাম জানান, বাদীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

অভিযোগ রয়েছে ওই পার্কটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন পার্কের মালিক মোজাম্মেল হকসহ পার্ক সংশ্লিষ্টরা।