বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষপকতায় “৯ম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: জাতীয় রাগবি প্রতিযোগিতা (পুরুষ)-২০২২”(১১-১৩ আগস্ট,২০২২ইং পর্যন্ত) ২২টি জেলা নিয়ে অনুষ্ঠিত হতে হচ্ছে।
উক্ত প্রতিযোগিতা ্আজ সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তারুজ্জামান ভুঞা উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারন সম্পাদক মৌসুম আলী এবং যুগ্ন-স¤পাদক ও টুর্নামেন্ট স¤পাদক সাঈদ আহমেদ,কার্যনির্বাহী কমিটির সদস্য পারভিন নাছিমা নাহার পুতুল,মোঃ সিরাজুল ইসলাম এবং মোঃ সারোয়ার রাকিব, নূর-ই আফরোজ সহ কর্মকর্তাগন।
অনুষ্ঠিত আজকের গ্রুপের পর্বের খেলার ফলাফলঃ
১ম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৪১-০ পয়েন্টে ফরিদপুর জেলাকে পরাজিত করে।
২য় খেলায় বাংলাদেশ আনসার ৩৬-০ পয়েন্টে ঠাকুরগাও জেলাকে পরাজিত করে।
৩য় খেলায় ঢাকা জেলা ৩৮-০ পয়েন্টে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে।
৪র্থ খেলায় জামালপুর ১২-৭ পয়েন্টে নারায়নগঞ্জ জেলাকে পরাজিত করে।
৫ম খেলায় টাঙ্গাইল জেলা অনুপস্থিত থাকায় জয়পুরহাট জেলাকে পুর্ন পয়েন্ট দেওয়া হয়।
৬ষ্ঠ জেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৩৬-০ পয়েন্টে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে।
৭ম খেলায় মাগুড়া জেলা ১২-৭ পয়েন্টে বাংলাদেশ আনসার কে পরাজিত করে।
৮ম খেলায় সাতক্ষীরা জেলা ১৯-০ পয়েন্টে চাদপুর জেলাকে পরাজিত করে।
৯ম খেলায় টাঙ্গাইল জেলা অনুপস্থিত থাকায় গাইবান্ধা জেলাকে পুর্ন পয়েন্ট দেওয়া হয়।
১০ম খেলায় চট্রগ্রাম জেলা অনুপস্থিত থাকায় ফরিদপুর জেলাকে পুর্ন পয়েন্ট দেওয়া হয়।
১১ তম খেলায় নড়াইল জেলা ৫-০ পয়েন্টে ঠাকুরগাও জেলাকে পরাজিত করে।
১২ তম খেলায় ঢাকা জেলা ১৯-০ পয়েন্টে চাদপুর জেলাকে পরাজিত করে।