বাংলাদেশের চলমান জিম্বাবুয়ে সফরটা যেন দুঃস্বপ্নের মতো। টি-২০ সিরিজ হারের পর এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজে পরাজয় বরণ করেছে টাইগাররা। সিরিজ হারের ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার প্রথম ওয়ানডে ৫ উইকেটে হারের পর রোববার দ্বিতীয় একদিনের ম্যাচটিও একই ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এদিন হারারে স্পোর্টস ক্লাবে খেলতে নামা টাইগার ক্রিকেটাররা নির্ধারিত সময়ের মাঝে বোলিং শেষ করতে পারেনি।
ফলে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। বিষয়টি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মাঝে ২ ওভার কম বল করে বাংলাদেশ। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।