গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগরীর কড্ডা খোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন কড্ডা খোয়ারপাড়া এলাকার আলী আকবরের ছেলে সাঈম হোসেন (১৩) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শিশির (১২)। তারা স্থানীয় কড্ডা সফিউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
জিএমপি’র বাসন থানার ওসি মোহাম্মদ মালেক খসরু খান ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদীতে গোসল করতে যায় তিন শিশু। গোসলের একপর্যায়ে সাঈম ও শিশির পানিতে তলিয়ে যায়। এসময় অপর শিশুর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ওই দুই শিশুকে উদ্ধার করেন। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুই শিশুর করুণ মৃত্যুতে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।