সচরাচর বিসিবির পরিচালক মাহাবুব আনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সমালোচনা তেমন একটা করেন না। কিন্তু এবার যেন মুখ আর বন্ধ রাখতে পারলে না মাহাবুব আনাম। কাল বাংলাদেশ যখন ভঙ্গুর শক্তির জিম্বাবুয়ের সামনে হোয়াইওয়াশের লজ্জা থেকে রেহাই পেতে মাঠে নামবে ঠিক তার ২৪ ঘন্ট আগে মাহাবুব আনাম দলের অনেক সমস্যার কথা সরাসরি একটি টিভি চ্যানেলে বলে দিলেন।

মুলত জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২ ওডিআই ম্যাচে হারের কারণ কি? এটাই তো ছিল মুল আলোচনা।পরিচালক মাহাবুব আমান বলেন, আপনি কোন মাঠে খেলছেন সেটা বড় কথা নয়। আমরা দুইটা ম্যাচে অনেক ক্যাচ ফেলেছি। রান হয়েছি, ফিল্ডিং করতে গিয়ে বল দুই বারে ধরতে হচ্ছে। এর মানে কি? আপনার ফিটনেস লেভেল ঠিক নেই।  মাঠে আপনার মাসনিক সমস্যা আছে।’

তিনি আরো বলেন, আমাদের এ গুলো নিয়ে কাজ করতে হবে। মাঠ নিয়ে এখন যে কথা গুলো উঠছে সেটা আমরা খতিয়ে দেখছি। আমর যে প্রত্যাশা নিয়ে বিদেশী কিউরেটন এনেছি সে প্রত্যাশা পূরণ হয়নি, এটা আমি স্বীকার করছি। বিদেশী কিউরেটরদের কাছ থেকে আমাদের যা নেবার তা নিয়ে তাদের ফেরত পাঠানের বিষয়ে সিদ্ধান্ত নেব।’