রাজধানীর মিরপুরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী। অভিযুক্ত আব্দুল হান্নান পরকীয়া সন্দেহে ছুরি চালায় স্ত্রীর গলায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। দু’দিন আগে খুলনা থেকে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নিয়েছিলেন নিহত সাথী আক্তার। আব্দুল হান্নান ঢাকায় এসে খুঁজে বের করে স্ত্রীকে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা প্রক্রিয়াধীন।

এলাকাবাসীর ভাষ্যমতে, রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার ৭ নম্বর সেকশনে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে ৪ নম্বর রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন এক নারী। হঠাৎ পেছন থেকে এসে একজন ছুরিকাঘাত করে দৌঁড় দেন। আশপাশের লোকজনের সহযোগিতায় গুরুতর আহত নারীকে উদ্ধার করে নেয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।

চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ওই নারী। পুলিশ জানিয়েছে, দু’দিন আগে খুলনা থেকে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নিয়েছিলেন সাথী। স্ত্রীর পরকীয়ার সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেই ঢাকায় এসে সাথীকে খুঁজে বের করে স্বামী আবদুল হান্নান।