শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ে (বাউবি) সমন্বিত স্বাস্থ্য ক্যাম্প-২০২২ এবং হেপাটাইটিস-বি, টাইফয়েড, নিউমোনিয়া ও ক্যান্সার প্রতিরোধে দিনব্যাপী ভ্যক্সিনেশন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
বাউবি’র স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ডা. সবকার মো. নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউবি’র প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্বাস্থ্য সচেতনতার পশাপাশি ভ্যক্সিনেসন খুব জরুরি। স্বাস্থ্য ভাল থাকলে পারিবারিক ও সামাজিক জীবনে সুখে থাকা যায়। করোনাকালে আমরা দেখেছি, বিশ^ব্যাপী ভ্যক্সিনেশন এবং পাশাপাশি হালকা ব্যায়ামের পরামর্শ দিতেন চিকিৎসা বিজ্ঞানীরা। এ সময় খাদ্যাভ্যাস, চলাফেরা এবং রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন উপাচার্য। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে বাউবি পরিবারের সকলকে হেপাটাইটিস-বি সহ অন্যান্য রোগ প্রতিষেধক ভ্যাক্সিনও গ্রহণেরও পরামর্শ দেন তিনি।
বাউবি’র স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীদের সহযোগীতায় এবং এসএসটি ও মেডিকেল শাখার আয়োজনে দিনব্যাপী সমন্বিত স্বাস্থ্য ক্যাম্পে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারসহ প্রায় শতাধিক সদস্য সেবা গ্রহণ করেন। ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের সহযোগীতায় ভ্যক্সিনেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।