টি-২০ ম্যাচে হারের পর হার! বাকী ছিল ভঙ্গুল জিম্বাবুয়ের বিপেক্ষ হার! তাও আবার সিরিজে? এটাই এখন চির সত্য, বাংলাদেশ ২-১ ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরেছে। অথচ সামনেই এশিয়া কাপ-২০২২ আর আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২ আসর। কি করবে াবংলাদেশ ক্রিকেট বোর্ড? সামনের দিনের পরিকল্পনা কি ? জানা গেলে টি-২০ দলের অধিনায়ক হিসেবে আবারো সাকিব আল হাসানের নাম আসছে বলে বিসিবিতে আজ দিন ভর গরম বাতাস বইছিল।
মাত্র ১৭ দিনের ব্যবধানে বসছে বিসিরি এবারের বৈঠক। যা ষষ্ঠ বোর্ড সভা হিসেবে বিবেচিত হবে। কয়েকটি কারণে এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ। টি-২০ দল আর এই ফরম্যাটে নতুন নেতৃত্বই হতে যাচ্ছে এই বোর্ড সভার আলোচ্য বিষয়।
টি-২০ সিরিজ হারের পর দেশের ক্রিকেটে বিরাজ করছে গুমোট আবহাওয়া। নানাভাবে চেষ্টা করেও ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে মানিয়ে নিতে পারছেন না ক্রিকেটাররা। পরীক্ষা করতেই দলের সিনিয়রদের বাদ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা দেয় বিসিবি। তাতে টি-২০ দরের অধিনায়ক রিয়াদকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানের নাম ঘোষণা আসে। তাতেও কাজের কাজ হলো না। ব্যর্থ হয়ে বিসিবি লম্বা আলোচনায় বসেছে।
বিসিবির কর্তারা আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) টি-২০ বিশ্বকাপ ২০২২ আর এশিয়া কাপ ২০২২ এর অধিনায়ক আর দল নিয়ে   বিস্তর আলোচনায় বসছে মিরপুরে। দুপুর ২টায় সম্ভব না হলেও খানিকটা বিলম্ব হলেও মিরপুরের বিসিবি কার্যালয়ে এ শুরু হয়। যদিও দলের অধিনায়ক নিয়ে আলোচনা আর কথাবার্তা কম হচ্ছে না। একের পর এক সিদ্ধান্ত নেয়া হলেও ফলাফলের জায়গায় শূন্য। বিশ্বকাপ সামনে রেখে টি-২০তে টানা ব্যর্থতা, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ এবং এই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়েই মূলত সভায় আলোচনা চলছে বলে জানা গেছে।