তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে চীন। এমন পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দ্বীপটির একটি বিমানবন্দরে ৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
তাইওয়ানের তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার জানায়, চীনের লাইভ-ফায়ার মহড়ার কারণে বৃহস্পতিবার ৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এরমধ্যে ২৬টি তাইওয়ানে আসার কথা ছিল বিভিন্ন গন্তব্য থেকে। আর ২৫টি ফ্লাইট তাওইউয়ান বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানায়, কোরিয়ান এয়ার ইনচেওন থেকে তাইওয়ানে শুক্র ও শনিবার ফ্লাইট বাতিল করেছে। অপরদিকে এশিয়ানা এয়ারলাইন্স তাইওয়ানে শুক্রবার সরাসরি ফ্লাইট বাতিল করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে।