টি-২০ সিরিজ হারের পর্ব শেষ। জিম্বাবুয়ের মাটিতে ওডিআই সিরিজের মিশন কাল থেকে শুরু। কাল ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে টাইগারদের ফেবারিট ফরম্যাট হলেও খুব একটা স্বস্তিতে নেই যেন তামিম ইকবালের দল।

যদিও পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯ ওয়ানডের প্রতিটিই জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের এমন ধারাবাহিকতা আর নেই বাংলাদেশের।

তবুও যেন কোথায় একটা ঘাটতি দেখছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জিম্বাবুয়ের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এই মুহূর্তে জয়ের ছন্দে নেই আমরা। হারের ছন্দে আছি বলেই হাসলেন তিনি।’

নিজের দল ও দলের জয়ের ব্যাপারে অধিনায়ক বলেন, ‘ওয়ানডে দল ভালো করছে। র্যাং কিংয়ে আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে কিন্তু র্যাং কিং মাঠের ক্রিকেটে কোনো প্রভাব রাখতে পারে না। যে দল ভালো ক্রিকেট খেলে তারাই ম্যাচ জেতে। আপনি যদি তাদের মাটিতে তাদেরকে হারাতে চান তাহলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আপনার সবগুলো কাজ ভালো করতে হবে। আমরা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করি তাহলে ভালো কিছু হবে।’

তামিম আরো বলেন, ‘অবশ্যই আমরা ধারাবাহিকতা রাখতে চাই। যদি দল হিসেব করেন আমরা ভালো দল। কিন্তু ক্রিকেট খেলায় কে ভালো দল সেটা হিসেব করে হয় না। নির্দিষ্ট দিনে কে ভালো খেলছে সেটা দিয়ে জয় পরাজয় নিশ্চিত হয়। যদি তাদেরকে হারাতে হয় অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। অন্যথায় নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ডেঞ্জারাস।’