জিম্বাবুয়ের মাটিতে টস হেরে আগে বল করতে নামা বাংলাদেশ সিরিজ নির্ধারণি ম্যাচে চাপের মুখে পড়েছে। টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৮ উইকেটে স্কোর বোর্ডে জমা করে ১৫৬। জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে।

ওপেনার লিটনের সঙ্গে দলে ওপেন করতে মুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন বেশি কিছু করতে পারলেন না। লিটন ১৩ আর ইমন ২ রানে ফেরত গেলে বাংলাদেশের স্কোর ২৪/২। চাপে থাকা বাংলাদেশের হাল ধরলে বিজয় আর শান্ত  জুটি। তবে সেটা বেশি সময় স্থায়অ হয়নি।

ইনিংসের ৪.৪ ওভারে বিজয় বোল্ড হলেন ১৩ বলে ১৪ রানে। এরপর ৪র্থ উইকে জুটিতে রিয়াদ-শান্ত জুটি দেখে শুনে খেলার চেষ্টা করে। কিন্তু হতাশ করলেন শান্ত, ২০ বলে ১৬ রান ক্যাচ দিয়ে আরো চাপে ফেলে দিলেন দলকে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত স্কোর ১০ ওভারে ৬৬/৪। জয় পেতে ৬০ বলে ৯১ রান প্রয়োজন। সেট হয়ে গেছেন রিয়াদ আর আাফিফ জুটি। কিন্তু ২৭ বলে ২৭ রান করা রিয়াদ ইভানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গেলে বল উইকেটের পেছনে চলে যায়, স্কোর ৯৯/৫। এরপর তো আরো ভয়াবহ ঘটনা, সৈকত এলেন আর সেই রিয়াদের মতোই মারলেন ক্যাচ চলে গেল  স্লিপে ৯৯/৬। ৩৪ বলে দরকার ৫৮ রান, হাতে আছে ৪ উইকেট।