বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ২২তম আসরে পুরুষদের ১০০ মিটার দৌড়ে বাংলাদেশের ইমরানুর রহমান হয়েছেন ৩৩তম আর সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা হয়েছেন ৪৪তম।

স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারে, সাঁতারে পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলের ষষ্ঠ হিটে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন বাংলাদেশের আসিফ রেজা। তিনি সময় নিয়েছেন ২৪.৬৭ সেকেন্ড। ৭১ সাঁতারুর মধ্যে ৪৪তম হওয়া আসিফ শীর্ষে থেকে শেষ করা ইংল্যান্ডের লুইস এডওয়ার্ড বারাসের চেয়ে সময় নিয়েছেন ২.৫৮ সেকেন্ড বেশি।

অন্যদিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। তিন নম্বর হিটে সাত জনের মধ্যে সপ্তম হয়েছেন সুমাইয়া, যদিও তার প্রাপ্তি নিজস্ব সেরা টাইমিং। সুমাইয়া সময় নিয়েছেন ১২.৪২ সেকেন্ড। ২১ জন প্রতিযোগীদের মধ্যে ১৯তম হয়ে শেষ করলেন সুমাইয়া। শীর্ষে থাকা নাইজেরিয়ার গ্রেস নওকোয়াচার চেয়ে সুমাইয়া বেশি সময় নিয়েছেন ১.৪৩ সেকেন্ড।

নিজের সেরা টাইমিং করতে পারেননি পুরুষদের ১০০ মিটার স্পিন্টে বাংলাদেশের প্রতিযোগী ইমরানুর রহমান। যুক্তরাজ্য প্রবাসী এই অ্যাথলেট কমনওয়েলথ গেমসে ছুঁতে পারেননি নিজের সেরাটাও। ১০০ মিটার স্প্রিন্টের সাত নম্বর হিটে অংশ নিয়ে তৃতীয় হয়েছিলেন ইমরান, তবে টাইমিং ছিল ১০.৪৬ সেকেন্ড। ইমরানের ব্যক্তিগত সেরা টাইমিং হচ্ছে ১০.২২, বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে লন্ডনে এই টাইমিং করেছিলেন ইমরান। কমনওয়েলথ গেমসে নিজের সেরা টাইমিং করতে পারলেই তাঁর জায়গা হয়ে যেত সেমিফাইনালে। ১০.৩৯ সেকেন্ড টাইমিং নিয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার জেইক ডোরান। নিজের সেরা সাফল্যের কাছাকাছি টাইমিং করতে পারলে ইমরানও থাকতে পারতেন সেমিফাইনালে।

ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। স্ন্যাচে মনিরা প্রথম প্রচেষ্টায় তুলেছেন ৭৫ কেজি, এরপর দুইবার ৭৮ কেজি তুলতে তিনি ব্যর্থ হয়েছেন। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ৯৫ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় তুলেছেন, এরপর ৯৮ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হয়েছেন মনিরা। মোট ১৭০ কেজি ওজন তুলে ১১ জনের ভেতর নবম হয়েছেন মনিরা। বাকি দুই প্রতিযোগী স্ন্যাচে ওজন তুলতে পারলেও ক্লিন অ্যান্ড জার্কে কোন প্রচেষ্টাতেই সফল হতে পারেননি।

স্থানীয় সময় রাত আটটায় ওয়েল্টারওয়েট বিভাগে বক্সার হোসেন আলি মুখোমুখি হবেন উগান্ডার ওয়েন আইজ্যাক কিবিরার।