অর্থনৈতিক রাজনৈতিক খারাপ পরিস্থিতিরতে অনেক দিন ধরেই অবস্থা ভালো না শ্রীলংকার। দ্বীপ দেশটির বদলে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আগামি ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার গ্রুপিং ও সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে মোটামুটি সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন এশিয়া কাপের সূচি প্রকাশ করে এসিসি। সেখানে দেখা যায়, ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের এ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দল। অন্যদিকে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান।
২৭ আগস্ট শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে আসরের উদ্বোধন হবে। পরদিন অনুষ্ঠিত হবে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত দ্বৈরথ তথা ভারত-পাকিস্তান লড়াই। ৩০ আগস্ট আফগানিস্তান ও ১ সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।