লক্ষ্মীপুরে ইউপি সদস্য (মেম্বার) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় যুবদল নেতা সুমন পাটোয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন।

তিনি জানিয়েছে, রোববার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমন দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। মিরন হত্যা মামলায় সুমন গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরন হত্যা মামলার আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। রোববার দুপুরে তিনি শ্রীরামপুর গ্রামের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা মিরনকে গুলি করে হত্যা করে। তিনি দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।