মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মোঃ মামুন মিয়া (২৪) একজন সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী “মহানগর প্রভাতী” ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত মামুন মিয়া মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবুতোরাব বাজার এলাকার শরীয়ত পাড়া গ্রামের মিয়াচাঁন কোম্পানি বাড়ির মোঃ মহিউদ্দিনের পুত্র এবং পেশায় সে একজন সিএনজি অটোরিকশা চালক।
নিহতের চাচা বাদশা মিয়া জানান, সোমবার দুপুরে আমার ভাতিজা মামুন সিএনজি অটোরিকশা নিয়ে মিরসরাইয়ের তালবাড়িয়া এলাকায় যায়। সেখানে গ্যারেজে সিএনজি অটোরিকশা রেখে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশিদ আলম বলেন, মিরসরাই সদরের তালবাড়িয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মামুন মিয়া নামে একজনের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মিরসরাই প্রতিনিধি