নরসিংদীতে ময়লার ড্রেন থেকে ১ দিন বয়সী অজ্ঞাত এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। পুলিশ বলছে, এখনও খোঁজ মেলেনি নবজাতকের পরিবারের।
রোববার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় ফাতেমা আক্তার নামে এক নারী। পরে এলাকাবাসী জড়ো হয়ে বাচ্চাটিকে উদ্ধার করে এবং জীবিত টের পেয়ে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে নবজাতকটি নরসিংদী সদর হাসপাতালের শিশু ও মহিলা বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বাচ্চাটি অনেকটা অপরিপক্ব বলে ভাষ্য কর্তব্যরত চিকিৎসকের।
এ বিষয়ে নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক একে এম ফজলুল কাদের জানান, শিশুটির অবস্থা বর্তমানে মোটামুটি ভালো আছে। কিন্তু বাচ্চাটি অনেকটা অপরিপক্ব। তার শ্বাস কষ্ট কিংবা জ্বর নেই। নবজাতককে সাধ্যমত চিকিৎসা দেয়ার চেষ্টা চলছে।