ফরিদপুরের বোয়ালমারীতে গরু চোর সন্দেহে প্রতিবন্ধী যুবক জসিমকে পিটিয়ে আহত করেছে কিছু দুষ্কৃতিকারীরা। এসব দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে বলমারিতে মানববন্ধন করে স্থানীয় শত শত মানুষ।

বোয়ালমারী উপজেলার গুলবাহা ইউনিয়নের নয়ানী পাড়া গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে প্রতিবন্ধী জসিমকে দাদপুর গ্রামের কতিপয় লোকজন ব্যাপক মারধর করে। তাকে মিথ্যা গরু চোরের অপবাদ দিয়ে থানায় হস্তান্তর করে।  দুষ্কৃতিকারীরা জসিমের পায়ের নখ হাতের নখ প্লাস দিয়ে উঠায় ফেলে , মধ্যযুগীয় বর্বরতা চালায় জসিমের উপরে। দুষ্কৃতিকারীরা থানায় গরু চোরের অভিযোগ দিলেও থানা তদন্ত করে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়। এলাকাবাসী দাদপুরের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বোয়ালমারীতে মানববন্ধন করে। মানব মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।