চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পর পদবঞ্চিতদের বিরুদ্ধে শাটল ট্রেনের দুই লোকোমাস্টার ও গার্ডকে অপহরণ করার অভিযোগ ওঠে। তবে অপহরণের চার ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি নাজিমউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিমউদ্দীন বলেন, তাদের সকাল আটটায় অপহরণ করেছিল ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। চার ঘণ্টা অবরুদ্ধ রেখে সকাল সাড়ে ১১টায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
দীর্ঘ তিন বছর পর রোববার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতরা অবরোধ পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ও টায়ার পুড়িয়ে আন্দোলন করছেন তারা।
অবরোধ চলাকালীন চবি রুটে চলাচলকারী ১৩১ নম্বর শাটল ট্রেনের দায়িত্বরত চালক (লোকোমাস্টার), তার সহকারী ও গার্ডকে ৪ ঘণ্টা অপহরণ করে রাখা হয় বলে অভিযোগ ওঠে।
এদিকে অবরোধের কারণে কোনো শাটল ও শিক্ষক বাস বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করনি। ফলে চারটি বিভাগের পরীক্ষাসহ অধিকাংশ ক্লাস বাতিল করা হয়।