ভারতের ভুবনেশ্বরে বসেছে সাফ অনূর্ধ্ব-২০ যুব চ্যাম্পিয়নশিপ।আর তাতে বাংলাদেশের ছোটদের ফুটবল দলটি ফাইনালের পথে পা দিয়ে রেখে। আসরের লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে আজ বাংলাদেশের জুনির ফুটবল দলটি মাঠে নামবে। প্রতিপক্ষের নাম নেপাল। আজ মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
ভারতের কাছে নেপাল হেরেছে ৮-০ গোলে। এই ফলাফলের কারণে নেপালের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। নেপালকে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে তো হারাতেই হবে, সেই সঙ্গে হিসেবের খাতায় বাড়াতে হবে গোল সংখ্যাও।
আজকের ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্য জানিয়েছেন, ‘নেপাল যদি বাংলাদেশকে ৫-০ গোলে হারাতে পারে, তবেই তারা খেলার সুযোগ পাবে ফাইনালে।’ তবে ভারত ও মালদ্বীপের খেলার ফলাফলের ওপরও বাংলাদেশের ফাইনাল অনেকটা নির্ভর করছে। ওই ম্যাচে ভারত পয়েন্ট হারালে বাংলাদেশ সরাসরি উঠে যাবে ফাইনালে।
ভারত জিতলে এবং বাংলাদেশ হারলে, তখন তিন দলের পয়েন্ট হবে ৯ করে। হেড টু হেডও সমান হয়ে গেলে গোল ব্যবধানে নির্ধারণ হবে দুই ফাইনালিস্ট। যেখানে বাংলাদেশের গোল ব্যবধান +৫, ভারত +১১ ও নেপাল -১।
তবে বাংলাদেশ এই সব সমীকরণ নিয়ে ভাবছে না। সহকারী কোচ রাশেদ আহমেদ পাপ্প জানান, ‘নেপালকে হারিয়েই ফাইনালে যেতে চাই। কোনো সমীকরণ নিয়ে ভাবছে না দল।’ তবে হিসেবে অনুসারে বাংলাদেশ ড্র করলেই উঠে যাবে ফাইনালে।
দলের সহকারী অধিনায়ক মইনুল ইসলাম বলেছেন, ‘আমরা ভালো খেলেই ফাইনালে যেতে চাই এবং ফাইনালেও যাতে ভালো খেলতে পারি, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’