বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধে সরকারি আদেশ অমান্য করে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
এ এস এম আল সনেট নামের এক ব্যক্তির পক্ষে রোববার আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট রিটটি দায়ের করেন। রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, অর্থ সচিব ও দুদকের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে রিটকারী আইনজীবী সুমন বলেন, সরকারি প্রজ্ঞাপন অমান্য করে একজন মন্ত্রীর পিএস বিদেশে গেছেন। তার মতো অনেক কর্মকর্তাই সরকারি প্রজ্ঞাপন অমান্য করে বিদেশ যাচ্ছেন। এজন্য এ ধরনের অপ্রয়োজনীয় বিদেশযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে।
তিনি জানান, বিাচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শিগগিরই রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
প্রসঙ্গত, গত ১২ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করে সরকার। তবে ওই আদেশ অমান্য করে অনেকেই বিদেশ সফর করছেন।