ওডিআই দলের অধিনায়ক তামিম ইকবাল জিম্বাবুয়ের উদ্দেশ্যে শুক্রবার মধ্যরাতে বিমানের সিটে বসলেন। আর যাবার আগে সাংবাদিকদের বলে গেলেন চাইলেই যে কাউকে একাদশে নামিয়ে দেয়া সম্ভব না। এটা কোন পাড়ার-মহল্লার দল না।
শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে বিমানে বসার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘যারা সুযোগ পাওয়ার যোগ্য তারাই ওয়ানডে দলে সুযোগ পাবেন। আন্তর্জাতিক ক্রিকেট পাড়ার ক্রিকেটের মতো না যে যখন যাকে ইচ্ছে তাকে খেলিয়ে দেওয়া যাবে।
যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ সুপার লিগের অংশ না, বাংলাদেশ কি তরুণদের সুযোগ দেবে নাকি সেরা দল খেলিয়ে হোয়াইট ওয়াশ করতে চাইবে? এমন প্রশ্নে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক একটা সিরিজ, এটা পাড়ার কোনো খেলা না, যে আমি ওকে খেলিয়ে দিলাম, একে খেলিয়ে দিলাম। যে ডিজার্ভ করে জায়গা (দলে সুযোগ), সেই খেলবে।’ তামিমের বক্তব্যে স্পষ্ট বাংলাদেশ তরুণ ও সিনিয়রদের মিলিয়ে সেরা দলটাই খেলবে ওয়ানডেতে।
বলেন, জিম্বাবুয়ের মাটিতে খেলা হলেও বাংলাদেশ ফেবারিট। তবে তাদের যে সহজে হারানো যাবে এমনটাও না। তবে নিশ্চিতভাবে আমরা ভালো টিম, কিন্তু খেলা জেতা হারা নির্ভর করে কে ভালো খেলছে, কে ভালো দল তা দিয়ে হয় না। আমরা যদি ভালো খেলি অবশ্যই আমরা জিতবো। আপনি শেষ কয়েকটা সিরিজ দেখেন, পাকিস্তানের মতো দলও যেয়ে ওখানে হেরেছে। আমাদের রিলাক্স করার কোনো সুযোগ থাকবে না, আমাদের প্রথম বল থেকেই সক্রিয় থাকতে হবে। যদি আমরা ভালো করতে চাই’।
জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে টি-২০ সিরিজ শেষ হবার পর আগস্টের ৫, ৭ ও ১০ তারিখ একই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। শনিবার (৩০ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। সিরিজের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।