ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকালে ফেনীস্থ (জয়লস্কর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২২ এর আয়োজন করে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি’র সভাপতিত্বে এবং ৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি কুমিল্লা’র সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোঃ মারুফুল আবেদীন।

প্রধান অতিথি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি)’র সদস্যদের মাদক চোরাচালান প্রতিরোধে দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় ভূয়সী প্রশংসা করেন। এরপর পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং নিজহাতে বিভিন্ন প্রকারের মদ, গাঁজা ও ইয়াবা ধ্বংসকরণের মাধ্যমে মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম আরম্ভ করেন।

মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের অংশ হিসেবে গত ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত উদ্ধারকৃত ১৬ কোটি ৮৮ লক্ষ ৭১ হাজার ৩শত টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩’শত ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ, ৬’শত ৮৮ বোতল ভারতীয় ক্যান/ বিয়ার, ১৩ হাজার ২’শত ১১ বোতল ভারতীয় হুইস্কি, ৫’শত ১৫.৫ কেজি গাঁজা, ১৬ হাজার ৪’শত ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১৩ লক্ষ ৮৩ হাজার ৬’শত ৬২ পিস ভারতীয় সেনেগ্রা ও অন্যান্য নেশা জাতীয় ট্যাবলেট, ৩৯.৫ লিটার বাংলা মদ, ০৯ বোতল রিকোডেক্স সিরাপ।

উল্লেখ্য, বিজিবি সীমান্ত এলাকায় অভিযানিক কার্যক্রম পরিচালনা করে প্রতিনিয়ত উদ্ধার করছে জীবন নাশকারী ভয়ংকর মাদক ইয়াবাসহ নানাবিধ মাদকদ্রব্য। মূলতঃ মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে এরূপ মাদক ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ফেনী জেলাস্থ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ৪ বিজিবি’র সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আকতার হোসেন, মিরসরাই