ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকোভ বলেছেন, যুক্তরাষ্ট্রের পাঠানো দূরপাল্লার মাল্টিপল রকেট লঞ্চার হিমারস রুশ বাহিনীর হামলার তীব্রতা কমিয়ে দিয়েছে।

তাছাড়া ইউক্রেনের নতুন অঞ্চলগুলোতেও রুশ বাহিনী অগ্রসর হতে পারছে না হিমারস রকেট লঞ্চারের কারণে।

এ ব্যাপারে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ অস্ত্রের মাধ্যমে আমরা রাশিয়ার ৩০টি স্থাপনা এবং অস্ত্রের ভাণ্ডার উড়িয়ে দিয়েছি। যখন আমরা শুধুমাত্র আটটি হিমারস ব্যবহার করা শুরু করেছি।

তিনি আরও বলেন, এ অস্ত্র রাশিয়ার অগ্রসর অনেক কমিয়ে দিয়েছে। অন্যদিকে তাদের গোলাবর্ষণের তীব্রতা কমিয়ে দিয়েছে।

তবে তিনি জানিয়েছেন, রাশিয়ার অগ্রসর পুরোপুরি বন্ধ করে দিতে এবং তাদের বিরুদ্ধে পাল্লা আক্রমণ পরিচালনা করতে ইউক্রেনের এমন অস্ত্র আরও বেশি প্রয়োজন।

তিনি বলেন, হিমারস এবং এম২৭০ রকেট লঞ্চারের জন্য আমরা আমাদের মিত্রদের কাছে কৃতজ্ঞ। শত্রুদের অবস্থান ধরে রাখতে, আমাদের অন্তত এরকম ৫০টি অস্ত্র প্রয়োজন। কারণ যুদ্ধের সম্মুখভাগের ব্যপ্তি প্রায় ২৫০০ কিলোমিটার।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, একটি কার্যকরী পাল্টা হামলা চালাতে আমাদের এরকম ১০০টি অস্ত্র প্রয়োজন। এগুলো যুদ্ধক্ষেত্রে গেমচেঞ্জার হতে পারে।

সূত্র: সিএনএন