উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ করেছে। এর আগে মার্চ মাসে রাশিয়াও একই অভিযোগ করলে জাতিসঙ্ঘ তা নাকচ করে দেয়।
মস্কোর মিত্র উত্তর কোরিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেন সঙ্কটের মূল কারণ হিসেবে মার্কিন নীতিকে দায়ী করেছিল। একইসঙ্গে দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী স্বঘোষিত দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেয়। এর ফলে ইউক্রেন উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) রোববার বলেছে, ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তিকে উপেক্ষা করে ইউক্রেনসহ ১০টি দেশ ও অঞ্চলে অনেকগুলো জীবাণু ল্যাব স্থাপন করেছে।
এর আগে মার্চে মস্কো অভিযোগ করে বলেছিল, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির বিষয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্র তহবিল সরবরাহ করছে।

ওয়াশিংটন ও কিয়েভ উভয়ে এ অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া একইসময়ে জাতিসঙ্ঘের নিরস্ত্রীকরণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ইজুমি নাকামিটসু বলেছেন, ইউক্রেনে কোনো জীবাণু অস্ত্রের কর্মসূচির বিষয়ে জাতিসঙ্ঘ অবগত নয়।